বৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২২ - ১৪:৪৬
আর্তিন সারাইদারান

হাওজা / শিরাজে সন্ত্রাসী হামলায় আহত পাঁচ বছর বয়সী নির্দোষ আর্তিন সারাইদারান আজ আয়াতুল্লাহ খামেনায়ীর সাথে ছাত্রদের বৈঠকে যোগ দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনযায়ী, শিরাজে আইএসআইএস সন্ত্রাসী হামলায় আহত পাঁচ বছর বয়সী নির্দোষ আরতিন সারাইদারান আজ আয়াতুল্লাহ খামেনায়ীর সাথে সাক্ষাৎএর জন্য ছাত্রদের বৈঠকে যোগ দিয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় পাঁচ বছর বয়সী আরতিন আহত হলেও হামলায় তার বাবা-মা ও ভাই শহীদ হয়।

স্মর্তব্য যে, ২৬ অক্টোবর নগরীর শাহ চেরাগ নামে পরিচিত হযরত আহমদ ইবনে মুসা কাজিম (আ.)-এর মাজারে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সন্ত্রাসী হামলায় ১৫ জন শহীদ এবং কয়েক ডজন লোক আহত হয়েছিল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha